Header Ads Widget

Responsive Advertisement

আমার কথা

                      আমার কথা
         মোঃআরিফুল ইসলাম সুমন


জীবনে কার না ইচ্ছে হয় যে সে বড় হয়ে অনেক বড় একজন সম্মানিত মানুষ হবে যাকে তার পাড়া বা মহল্যার সবাই শ্রদ্ধা করবে ভালোবাসবে।আসলে আমরা সবাই এটা চাই,,,
কিন্তু ক,জন মানুষ এমন হতে পারে বলতে পারেন, খুব কম মানুষ এটা হয়।যাই হোক আমি আমার এই ব্লগ-এ আমার দেখা আমার লেখা কবিতা এসব পোষ্ট করবো।
আপনি জানেন কি আপনার ভিতর কতটা প্রতিভা লুকোয়িত আছে,,,?
হ্যা, আপনিই কেবল একজন মানুষের উপকার করতে পারবেন কেনো জানেন কেনোনা আপনি খেয়াল করে দেখুন আপনার এক বন্ধু এ সময় হয়তো বাজে কাজে সময় নষ্ট করছে আর আপনি কিন্তু তা করেন নি আপনি নেট ব্রাউজ করছেন ঠিকই  কিন্তু তা শুধু আপনার প্রয়োজনে তা না হলে আপনি তো এখন গান,মুভি ইত্যাদি দেখতে পারেন সুতরাং বলা যায় আপনার মাঝেই বিকশিত হওয়ার সম্ভবনাই বেশি তাই আপনি খুজে বের করুন আপনার দক্ষতা আর কাজে লাগান পুরোপুরি ভাবে আপনি হয়ে যাবেন অনেকের মধ্যে গুনি ব্যাক্তি আপনি হয়ে যাবেন অনেকের মত সম্মানিত।আপনার চিন্তা থাকবে কিভাবে দেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়।আপনি করতে পারেন দেশকে সোনার দেশ গড়ে দিতে পারেন সোনার বাংলার সঠিক রুপরেখা।নিজেকে গড়ুন নিজের মত করে কে কি বল্ল কে কি করলো তা নিয়ে ভাবার দরকার নাই।পাছে লোকে অনেক কিছু বলবে।আপনি জানেন যদি একজন মানুষ নিয়মিত ধর্মীয় চর্চা করে নিয়মিত সাহিত্যপড়ে তার দ্বারা কখনো কারো ক্ষতি হবার সম্ভবনা নেই।
সুতরাং নিজের দক্ষতাকে খুজে বের করে দেশ ও জাতির উপকারে এগিয়ে আসুন ।
#পোষ্ট সম্পর্কে আপমার মুল্যবান মতামত জানান আমাকে।

Post a Comment

0 Comments